রাজনগরে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের তদন্ত দল
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ১২:৫১ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে তদন্ত করছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের একটি তদন্ত দল। ৫ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাইব্যুনালের কর্মকর্তা হরি দেবনাথ। তার সঙ্গে অপর কর্মকর্তা রয়েছেন শাহজাহান কবির।
গতকাল ২৩ নভেম্বর রবিবার থেকে তদন্ত দলটি মুক্তিযুদ্ধের সময়কালে রাজনগর উপজেলার পাঁচগাঁও, মুশুরিয়া, মুন্সিবাজার ইউনিয়নের ধরবাড়িসহ কয়েকটি গণহত্যার তদন্তে ব্যস্ত সময় পার করছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ইউনিয়নের শহিদ দানু মিয়া হত্যা ও মুন্সিবাজার ইউনিয়নের ধরবাড়ি গণহত্যার শিকার ব্যক্তিদের পরিবার ও সংশ্লিষ্টদের স্বাক্ষগ্রহণ করে তদন্তদল। এর আগে পাঁচগাঁও ইউনিয়নের সরকারবাজার দীঘির পাড়ে সংঘটিত গণহত্যায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
তদন্ত দলের সঙ্গে রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের নিরাপত্ত্বায় রাজনগর থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একটি পুলিশের দল রয়েছে।