রাজনগরে উৎসব মুখর পরিবেশে অতিবাহিত হলো পিএসসি পরীক্ষার প্রথম দিন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
সারাদেশের মতো গতকাল ২৩ নভেম্বর রোববার মৌলভীবাজারের রাজনগর উপজেলার পিএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে বিপুল উৎসাহ, উদ্দীপনা নিয়ে উপস্থিত হয়েছিল পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীরা। পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান অভিভাবকদের ভিড় দেখা যায়।
রাজনগর উপজেলায় ১০টি প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪,৭৩৫ জন। ছাত্র ২,১৮৪ জন ও ছাত্রী ২,৫৫১ জন। এরমধ্যে গতকাল অনুপস্থিত ছিল ২০৭ জন।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ দায়িত্ব পালনে ছিলেন সচেতন। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। উপজেলার ইন্দেশ্বর চা বাগানে অবস্থিত ইন্দেশ্বর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী সমনারায়ণ নাইডু জানান, শিক্ষক হিসেবে বাগান থেকে বেতন কম পেলেও বাচ্চাদের পড়িয়েছি নিজের সন্তানের মতো। আমি আশা করি শতভাগ ফলাফল পাবো।
অভিভাবক মহলের প্রাণবন্ত উৎসাহের কারণ হিসেবে জানা যায়, সৃজনশীল লেখাপড়া ছাত্র/ছাত্রীদের মেধার মান বাড়াতে ও পড়াশুনায় মনোযোগী হতে সহায়ক ভূমিকা রেখেছ।