লতিফ সিদ্দিকী দেশে ফিরলেন, গ্রেফতার না হলে লাগাতার হরতালের হুমকি
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৪, ৬:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করা না হলে ঢাকা ঘেরাওসহ লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। হজ ও তাবলিগ সম্পর্কে কটূক্তিকারী বহিষ্কৃত এই আওয়ামী লীগ নেতা গতকাল ২৩ নভেম্বর রোববার রাতে দেশে ফেরেন। এর পরই এক বিবৃতিতে হেফাজত এ হুমকি দেয়। অন্যান্য ধর্মভিত্তিক দলও একই হুমকি দিয়েছে।
রোববার রাতে প্রচার বিভাগের প্রধান মাওলানা আবু রায়হান স্বাক্ষরিত যুক্ত বিবৃতিতে হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, ‘ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি ও মহানবী (সা.)-কে অবমাননাকারী স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকী বিমানবন্দরে অবতরণ করেছেন। তাকে সেখান থেকেই গ্রেফতার করতে হবে। কৌশলে তাকে বাঁচানোর চেষ্টা করা হলে হেফাজতে ইসলাম দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও ও লাগাতার হরতালের কর্মসূচিও দেওয়া হবে।’
একই হুমকি দিয়েছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। রোববার রাতে দলের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, ‘মহানবী (সা.)-এর প্রতি এই কটূক্তিকারী লতিফ সিদ্দিকী মুরতাদ হয়ে গেছে। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।’ সরকারকে সতর্ক করে চরমোনাইয়ের পীর বলেন, ‘লতিফ সিদ্দিকীকে বাঁচানোর কোনো অপচেষ্টা করবেন না। অবিলম্বে তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করুন। অন্যথায়, রাজধানী ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবো।’
খেলাফতে মজলিস হুমকি দিয়েছে, আজ সোমবারের মধ্যে গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে লাগাতার হরতাল দেওয়া হবে। দলের বায়তুল মাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন রাতে এক বিবৃতিতে এ হুমকি দেন। ইসলামী ঐক্যজোট, খেলাফতে ইসলামীসহ বিভিন্ন ধর্মভিত্তিক দলও একই হুমকি দিয়েছে।
লতিফ সিদ্দিকীকে আজ সোমবারের মধ্যে গ্রেফতার করা না হলে আগামীকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা। রোববার রাতে সংগঠনের সদস্য সচিব নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।