সিলেট জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে তারেক রহমানের জন্ম বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ৩:৩১ অপরাহ্ণ
সিলেট অফিস ::
সিলেট জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৩ নভেম্বর রোববার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা ও প্যানেল মেয়র এডভোকেট রোকছানা বেগম শাহনাজ ও জেলা সাধারণ সম্পাদিকা ও কাউন্সিলর সালেহা কবির শেপীর যৌথ পরিচালানায় আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রের বাঁধ ভেঙে আগামী দিনের ভবিষৎ বিএনপির কাণ্ডারী তারেক রহমানকে বাংলার মাটিতে বীরের বেশে ফিরিয়ে আনা হবে। বিভিন্ন তথ্য-উপাথ্য তুলে ধরায়, আওয়ামী হায়েনারা তারেক রহমানের উপর মিথ্যা ষড়যন্ত্রের জাল বুনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা সিলেটের উন্নয়নের অগ্র-সৈনিক সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলাদলের সভাপতি পাপিয়া চৌধুরী, জেলা মহিলা দলের সহ সভাপতি আছমা উল হাসনা খান, মহানগর মহিলা দলের পাপিয়া বেগম, জেলা সাংগঠনিক সিটি কাউন্সিলর আমেনা বেগম রুমী, মহানগর মহিলা দলের মিনারা হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদিকা শাফিয়া খাতুন মনি, সহ সাংগঠনিক রেহেনা ফারুক শিরিন, দপ্তর সম্পাদিকা বিলকিস জাহান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদিকা মুক্তা আক্তার, জেলা যুগ্ম সম্পাদিকা সিটি কাউন্সিলর দিবা রানী প্রমুখ।