বড়লেখা পৌরসভায় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ১:২৩ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ নভেম্বর রোববার পৌরসভার মেয়র প্রভাষক ফখরুল ইসলাম পৌরসভায় তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন ।
রোববার দুপুর সাড়ে ১২টায় পৌরসভা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র।
কাউন্সিলর আব্দুল মতিনের সভাপতিত্বে ও কাউন্সিলর তাজ উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সাপ্তাহিক বড়কণ্ঠের বার্তা সম্পাদক সাংবাদিক জালাল আহমদ, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী, মিজানুর রহমান, কায়সার পারভেজ, আব্দুল হাফিজ ললন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শামীম আহমদ, মো. শাহজাহান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাফিয়া আক্তার, জেবা আক্তার, পৌর সচিব আব্দুল খালিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।