জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ১১:৪২ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ ২৩ নভেম্বর রবিবার বেলা আড়াইটায় জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ মাঠে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদা তাঁর মরদেহ দাফন করা হয়েছে।
নামাজের জানাযায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি ও হুইপ শাহাব উদ্দিন আহমদ এমপিসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুক গত শনিবার রাত সাড়ে ৯টার সময় তিনি জুড়ী উপজেলার বাছিরপুর নিজ বাংলো বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে জুড়ী উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য, কর্মময় জীবনে এম. এ মুমিত আসুক পশ্চিম জুড়ী ইউনিয়নের তিন বার ইউপি চেয়ারম্যান ও দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। স্বাধীনতা যুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরে সাব সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি মায়ের নামে জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।