জৈন্তাপুর সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ফেরত দেয়নি বিএসএফ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ১০:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক কুদরত উল্যাহ (৩০) লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ২২ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিজিবি-বিএসএফ‘র মধ্যে কয়েক দফা উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেয়ার ব্যাপারে কোন নিশ্চয়তা দেয়নি বিএসএফ।
রাত ৯টার দিকে ৫ বিজিবি’র অপারেশন অফিসার মেজর আব্দুর রহমান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশের সন্ধান প্রাপ্তির বিষয়টি তাদেরকে অবহিত করেছে। রাতে লাশটি উদ্ধারের পর তারা লাশটি ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। ২/১ দিনের মধ্যে তারা লাশটি বিজিবি’র কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।
একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, খাসিয়ারা নিহত বাংলাদেশি নাগরিক কুদরতকে হত্যার পর লাশ অজ্ঞাত স্থানে গুম করে রাখে। পরে বিজিবি’র উচ্চ পর্যায় থেকে লাশ ফেরত দেয়ার জন্য অনুরোধ করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় প্রথমে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবি ও পুলিশ সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিকেল ৩টার দিকে পুনরায় বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে বিজিবি’র চাপে বাধ্য হয়ে বিএসএফ নিহতের লাশ উদ্ধার কাজে তৎপর হয়ে উঠে।
গত ২১ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় সীমান্তের ১২৯৩নং মেইন পিলারের ৭নং-সাব পিলারের কাছে ভারতের হেওয়ায় বস্তি এলাকায় খাসিয়ারা বাংলাদেশি নাগরিক দিনমজুর কুদরতকে (৩০) গুলি করে হত্যা করে অজ্ঞাত স্থানে লাশ গুম করে রেখেছিল। নিহত কুদরত গুয়াবাড়ি (আদর্শগ্রাম)’র আসদ উদ্দিনের পুত্র।