ডাকাতদের টার্গেট মিস!
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ৮:৩০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাঁদভাগ চা বাগানের দুটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। বাগানের কম্পাউন্ডার (ডাক্তার) সজিব ঘোষ সাজু ও ওই বাগানের ‘টিলা বাবু’ আবুল কালাম চৌধুরী মিলনের বাসায় গতকাল ২২ নভেম্বর রোবাবর ভোর রাত ৩টার সময় ১৮-২০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদলের আক্রমনের খবর পেয়ে বাগানের শ্রমিকরা পাগলা ঘণ্টা বাজালে শত শত শ্রমিক বেরিয়ে আসে। এসময় ডাকাতদর অন্তত ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।
ডাকাতদলের টার্গেট মিস হওয়া তেমন কিছু নিতে পারেনি। তবে ‘আবারো দেখা হবে’- একথা বলে গেছে। বাগানের কম্পাউন্ডার (ডাক্তার) সজিব ঘোষ সাজু বলেন, রাতে তার ও টিলাবাবুর বাসায় এ সঙ্গে ১৮-২০ জনের ডাকাতদল হানা দেয়। তার ঘরের সামনের দরজার ছিটকিনি ভেঙে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ফেলে। পরে তার স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে অর্ধভরি স্বর্ণালংকার ৩টি দামি মোবাইল ফোন সেট ও ৭শ’ টাকা লুটে নিয়ে যায়। টিলাবাবু আবুল কালাম চৌধুরীর বাসায়ও ডাকাতদর সামনের দরজার ছিটিকিনি ভেঙে প্রবেশ করে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ১২শ’ টাকা লুট করে। কম্পাউন্ডার সজিব ঘোষ সাজু আরো বলেন, পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল বাগানের এক কর্মকর্তার বাসার ঠিকানা জানতে চায়। তখন তারা বাসার ঠিকানা বলে দেন। পরে ‘বাবু আবার দেখা হবে’- বলে ডাকাতদল পালিয়ে যায়।
তাদের প্রত্যেকের বয়স ২২-২৫ বছরের মধ্যে এবং সকলের হাতে দা, রামদা ও পিস্তল ছিল। পাগলা ঘণ্টা বাজানোর পর ডাকাতদল অন্তত ৩ রাউন্ড গুলি ছুড়ে বলে শ্রমিকরা জানিয়েছে।
রাজনগর থানার এসআই আবদুর রহমান তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।