২৫শে নভেম্বর থেকে ঢাকায় ফুট ওভারব্রিজ ব্যবহার না করলে জেল-জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৪, ৫:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় ফুট ওভারব্রিজ ব্যবহার না করলে জেল-জরিমানা করার জন্য মোবাইল কোর্ট বসানো হবে বলে জানিয়েছে মহানগর পুলিশ।
পুলিশের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, নিয়ম অমান্য করলে ছ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রাস্তা পারাপারে অসাবধানতার কারণে ঢাকায় দুর্ঘটনা নিয়মিত ঘটনা। পথচারীরা বলছেন, ঝুঁকি সত্ত্বেও তারা সময় বাঁচানোর জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করতে আগ্রহী হন না।
বিশেষজ্ঞরা বলছেন এবিষয়ে মানুষকে বাধ্য করতে হলে নিরাপত্তা বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
ঢাকার ব্যস্ত রোড ক্রসিং বাংলা মটরে অনেক পথচারীই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে হেঁটে বিপদজনকভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাদের একজন স্বীকার করলেন, শর্টকাট হিসেবে এই পথ বেছে নিয়েছেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ বলছেন, পথচারীদের ব্রিজ ব্যবহারে বাধ্য করার জন্য তারা এখন ভ্রাম্যামাণ আদালত বসাতে যাচ্ছেন।
“ঢাকার রূপসী বাংলা হোটেল থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তায় আমরা মোবাইল কোর্ট বসাবো আগামী ২৫শে নভেম্বর থেকে। যেখানে পথচারীদের জন্য ওভারব্রিজ বা আন্ডারপাসের ব্যবস্থা রয়েছে, সেখানে এগুলো ব্যবহার না করলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সেই সঙ্গে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস যেন পথচারীরা নির্বিঘ্নে এবং নিরাপত্তার সঙ্গে ব্যবহার করতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তানভীর হাসান বলেন, ‘ঢাকার ফুটওভার ব্রিজগুলো অন্য কাজে বেদখল হয়ে আছে। আবার অনেক সময় পথচারীরা এগুলো ব্যবহার করতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করে। এসব সমস্যা দূর করতে হবে।”
অধ্যাপক হাসান বলেন পথচারীদের জন্য রাস্তা পারাপারের ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার যত সহজ করা হবে, তারা এগুলো ব্যবহারে তত বেশি উৎসাহী হবে।