জুড়ী উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ৫:০৫ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক আজ ২২ নভেম্বর শনিবার রাত ৯.১৫ মিনিটে জুড়ীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এম এ মুমিত আসুক স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন ।
আসুক ৩ বার পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও ২ বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।
আগামীকাল রোববার বেলা ২.৩০ জুড়ী তৈয়বুন নেছা খানম কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।