বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের এক্সিভিশন এন্ড কনসালটেশন ইভেন্ট অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ২:২৫ অপরাহ্ণ
ওবায়দুল কবীর খোকন, বার্মিংহাম ::
বৃটেন তথা ইউরোপে ইসলামি শিক্ষার প্রসার বহুমুখী দ্বীনি ও সামাজিক খিদমতের লক্ষ্যে বার্মিংহামের নিকটবর্তী ওয়েস্ট ব্রমউইচ (West Bromwich) প্রতিষ্ঠিত হয়েছে বৃটেনের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান “ লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স ” ।
স্যান্ডওয়েল কলেজের বিশাল ভবন নিয়ে প্রতিষ্ঠিত এই কমপ্লেক্সের কার্যক্রম ও পরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যে এবং এতে কমিউনিটির সর্বস্থরের জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে গত ১৭ই নভেম্বর ২০১৪ সোমবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বার্মিংহামের স্টার্টফোর্ড রোডস্থ একটি সেমিনার হলে এক বিশেষ এক্সিভিশন এন্ড কনসালটেশন ইভেন্ট অনষ্ঠিত হয় । এতে দল-মত নির্বিশেষে কমিউনিটির গুরুত্বর্পূর্ণ ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যাক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন ।
এ সময় আগত দর্শকদের অবগতির জন্য প্রজেক্টের বিস্তারিত তথ্য সম্বলিত একটি বুকলেট বিতরণ করা হয় । এছাড়া লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স নিয়ে তৈরি একটি প্রামাণ্য চিত্রের প্রদর্শনী করা হয়।
কমপ্লেক্সের জেনারেল সেক্রেটারি মিছবাউর রহমানের উপস্থাপনায় এতে পাওয়ার পয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্টের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন প্রজেক্টের চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান ও যুগ্ম সেক্রেটারি খুর্শিদ-উল হক ।
এতে জানানো হয় কমপ্লেক্সে আবাসিক-অনাবাসিক মাদ্রাসা, স্কুল-কলেজ, কমিউনিটি সেন্টার, বানকুইটিং হল, বিশাল মসজিদ, ফিউনারেল সার্ভিস, দাওয়া সেন্টার, শরীয়া কাউন্সিল ছাড়াও মুসলিম কমিউনিটির কল্যাণে নানা ভূমিকা রাখতে আরো বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।