মৌলভীবাজারে ২০০ লিটার চোলাইমদসহ কার আটক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ৮:১২ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল ২১ নভেম্বর শুক্রবার ২০০ লিটার চোলাই মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য বহনকারী একটি গাড়ি শহর অতিক্রম করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কারটির পিছু নেয়। পুলিশের তাড়া খেয়ে চালক কারটি শহরের শাহ মোস্তফা সড়কে রেখে পালিয়ে যায়। পরে প্রাইভেট কারের ভেতর থেকে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার ও কারটি জব্দ করে পুলিশ। এ ব্যাপারে অজ্ঞাতনামাকে আসামী করে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, এ ব্যাপারে অজ্ঞাতনামা গাড়ি চালকের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।