জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ৭:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে গতকাল ২১ নভেম্বর শুক্রবার কুদরত (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
সে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী (আদর্শগ্রাম) এর আসদ আলীর পুত্র। সীমান্তের ১২৯৩ মেইন পিলারের ৭নং সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দিন মজুর কুদরত সীমান্ত এলাকায় কাঠ আনতে যায়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভারতের হেওয়ায় বস্তি এলাকার জনৈক খাসিয়া কুদরতকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই কুদরত মারা যায়। পরে ভারতীয় বিএসএফ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, আসাদ কাঠ আনতে নাকি গরু চরাতে সীমান্ত এলাকায় গিয়েছিল-তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান আজ শনিবার তার লাশ ফেরত আনা হবে।