কমলগঞ্জে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ৫:০৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে এইচ আর ডিবির (খ্রিষ্টান মিশনারীর) উদ্দ্যোগে মশারী বিতরণ করা হয়েছে।
গতকাল ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আব্দুল মুমিন তরপদার, আহমদ সিরাজ,সুরজিত পাল, নির্মল মারাক, আলেকজান্ডার ও সজল পাল।
অনুষ্ঠানে সাড়ে ৩শ দরিদ্র পুরুষ ও মহিলাদের মধ্যে মশারী বিতরণ করা হয়।