ঘাসেই জীবন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৪, ৪:৪৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওর এক সময় ছিল নানা জাতের জীব বৈচিত্র্য, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, লতা-পাতায় পরিপূর্ণ। হাওর পাড়ের মানুষেরা এ সব আহরণ করেই ধারণ করতেন তাদের জীবন জীবিকা। কিন্তু সময়ের আবর্তে তা এখন আর নেই। কাউয়াদীঘি হাওর থেকে ঘাস তুলে বিক্রি করছেন উপজেলার ৭-৮ টি গ্রামের শতাধিক ‘ঘাসিয়ারা’। বর্ষা মৌসুমে ঘাস বিক্রি করেই তাদের দৈনন্দিন জীবন চালন। এ সব ঘাস বিক্রেতাদের স্থানীয় ভাবে বলা হয় ‘ঘাসিয়ারা’। উপজেলার কেউলা, ধুলিজুড়া, সারমপুর, পৈতুরা, নোওয়াগাঁও, রক্তা, বেড়কুড়ি ও জাহিদ পুর গ্রামের দেড় শতাধিক ব্যক্তি। প্রতিদিন ভোর রাত ৩টা-সাড়ে ৩টার দিকে ঘাসের জন্য হাওরে নামেন। ফিরেন দুপুর ১১টা থেকে ১২টার মধ্যে। ৬০-৭০ আঁটি ঘাস বাজারে ২০ টাকা দরে বিক্রি করে থাকেন তারা। এতে তাদের খরচ বাদে ৪০০ বা সাড়ে চার শত টাকারমত বাঁচে। দ্রব্য মূল্যের এমন উর্ধ্ব গতির কারণে খণ্ডকালীন এ পেশা বেছে নিয়েছেন এসব গ্রামের শতাধিক ব্যক্তি।
লেখা ও ছবি : আব্দুর রহমান সোহেল