কুলাউড়ায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১২ জন আটক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৪, ৮:৫৫ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া- জুড়ী সড়কের উত্তর কুলাউড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গতকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একটি হাইয়েস মাইক্রোবাস, আগ্নেয়াস্ত্রসহ ১২ জন আন্তঃজেলা ডাকাত গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ অমল কুমার ধর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতিকুর রহমান, এসআই আনোয়ার হোসেন, এসআই কাজী শাহেদুল ইসলাম, এসআই জিএম আসলামুজ্জামান, এসআই আলী আশরাফ, এসআই ওয়াসিম আল বারী, এসআই শামছুর রহমান, এএসআই মহিন উদ্দিন, এএসআই আবুল বাসার ও থানার সকল ফোর্স এর সমন্বয়ে উক্ত অভিযান চালানো হয়। নেতৃত্বে একদল পুলিশ জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া মহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের নিকট ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত ও প্রস্তুতিকালে একটি হাইয়েস মাইক্রোবাস গাড়িতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ আন্তঃবিভাগ ডাকাত দলের ১২সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর নুরপুর (পুকুর পাড়া) এলাকার মুমিন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব মাধবপুর এলাকার মিন্নত আলীর ছেলে সৈয়দ আলী (২৪), সিলেট জেলার শাহপরান থানার সাদাডিগর এলাকার ফয়েজ আহমদের ছেলে এনাম (১৮), সুনামগঞ্জ জেলার ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ড্রাইভার জুয়েল আহমদ(২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার দেওরা এলাকার সলুমুদ্দিনের ছেলে তজমুদ্দিন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার খুয়ারপুর এলাকার আলাই মিয়ার ছেলে সাগর মিয়া (৩০), একই এলাকার আনিছ আলীর ছেলে মহব্বত আলী (২৬),একই থানার ব্রাহ্মণশাসন এলাকার আব্দুল বাছিতের ছেলে আলমগীর (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের আটলা এলাকার নাসির মিয়ার ছেলে শাহ আলম(৩০),একই জেলার নাসির নগর থানার নুরপুর (পুকুর পাড়া) এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাফিক (২০), একই জেলার সড়াইল থানার কালিকচ্ছ এলাকার আবুল হেসেনের ছেলে আনোয়ার হেসেন আনার (২২) ও একই এলাকার মৃত আব্দুল মান্নাফের ছেলে ছত্তার মিয়া(২৫)।
ডাকাতরা উপজেলার জয়চন্ডী ইউনিয়নেয়নের পুশাইনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ জানায় ।
ডাকাত দলের সদস্যদের কাছ থেকে তাদের ব্যবহৃত ধারালো ৬ টি রাম দা, ১ টা ডেকার, ২টিছুরি, ১টি বল্লম, ১টি গ্রিল কাটার ও ৫টি মোবাইলসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়। এসময় তাদের ব্যবহৃত সিলভার রংয়ের একটি হাইয়েস গাড়ি আটক করা হয়।
জানা যায়, গ্রেফতাকৃত মহব্বত আলীর বিরুদ্ধে ১২টি,আলমগীরের বিরুদ্ধে ২টি, রাফিকের বিরুদ্ধে ২০ টি, আনোয়ার হেসেন আনারের বিরুদ্ধে ৭টি, ছত্তার মিয়ার বিরুদ্ধে ৯টিসহ বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আটকতৃত ডাকাতদের বিরুদ্ধে এসআই আনোয়ার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতিকুর রহমান জানান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।