কুলাউড়ায় সিএনজি ফিলিং স্টেশনে ছিনতাইয়ের ঘটনায় আটক ৩
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারারের কুলাউড়া উপজেলার বহুল আলোচিত পৌরশহরের গর্নভ্যালী সিএনজি ফিলিং স্টেশনের দিনদুপুরে ১৫ লাখ টাকা ছিনতাইর ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ১৯ নভেম্বর বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামের মৃত সৈয়দ আব্দুল খালিকের পুত্র সৈয়দ ইকবাল হোসেন (২৮), কুলাউড়ার হাজীপুর গ্রামের আব্দুর রফিকের পুত্র মো. আসাদুজ্জামান রিপন (২৫), পৌরসভার মিরাজ উদ্দীন খানের পুত্র রুমেল খাঁন (২৬)।
এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর গর্নভ্যালী সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার ইকবাল আহমদ দুপুর ২টার দিকে মোটরসাইকেল যোগে নগদ ১৫ লাখ টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাচ্ছিলেন। পথে এক মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই যুবক তার গতিরোধ করে। এসময় তারা চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে, অস্ত্র ঠেকিয়ে, মারধর করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ইকবালকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।