তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির আনন্দ র্যালি
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৪, ৮:১০ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ র্যালি করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও যুবদল। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় মিছিলটি শহরের চৌমোহনাস্থ রাজিয়া হোটেলের সামন থেকে শুরু করে কুসুমবাগ এসআর প্লাজার সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এম এ মুকিত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রিপন, জেলা ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই, মামনুন চৌধুরী, সৈয়দ তানবির আলী, জহির আহমদ, সাদেকুর রহমান রাসেল, রিপন আহমদ, জেলা যুবদল নেতা মজনু আহমদ, মিজানুর রহমান নিজাম, মুর্শেদ আহমদ প্রমুখ।