সিলেটের উত্তর বালুচরে মাদরাসা প্রতিষ্ঠার নামে জায়গা দখলের আভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ৫:৩৯ অপরাহ্ণ
সিলেট অফিস ::
মাদরাসা প্রতিষ্ঠার নামে জায়গা দখলের অভিযোগ উঠেছে সিলেট নগরীর উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জোনাকী বালুচর এলাকায় ৫ একর ১০ ডিসিএম জায়গা ২০০১ সালে বড়বাজারের দিলরুবা খাতুনের কাছ থেকে ক্রয় করেন স্থানীয় আবুল বশর। তিনি আভিযোগ করেছেন, কিছুদিন থেকে একই এলাকার প্রভাবশালী শেখ গয়াছ মিয়া ও তার লোকজন পেশীশক্তির বলে জামিয়া নাজাতুল মহিলা মাদরাসা নামে একটি মহিলা মাদরাসা প্রতিষ্ঠার নামে এ জায়গা দখলের পায়তারা করছেন।
এ দিকে গয়াছ মিয়া ও তার লোকজন গতকাল ১৯ নভেম্বর বুধবার এ জায়গায় মাদরাসা উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করলে মাহফিল করতে দেয়নি পুলিশ। বিরোধপূর্ণ জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করলে পুলিশী বাধায় অবশেষে খুলে নেয়া হয় দোয়া মাহফিলের প্যান্ডেল। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ উসমানী বলেন, বুধবার সকালে মহানগর পুলিশ কমিশনার বরাবরে দোয়া মাহফিল করার অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু অনুমতি না দিয়ে পুলিশ এসে দোয়া মাহফিল বন্ধ করে দেয়।