শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিকদের ৩ ঘণ্টা কর্মবিরতি
আসামী ধরতে গিয়ে ৫ পুলিশসহ এক নারী শ্রমিক আহত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ১২:৪৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালু উত্তেলনে বাধা দেয়ায় ভাড়াউড়া চা-বাগানের দুই সহকারী ম্যানেজারকে পিঠিয়ে আহত করার ঘটনায় ফুঁসে উঠেছে চা শ্রমিকরা। বাগান ম্যানেজারকে প্রহারের প্রতিবাদে শ্রীমঙ্গল ভুড়বুড়িয়ার চা বাগানে আজ ১৯ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছে সাধারণ চা শ্রমিকরা।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যার প্রেম সাগর হাজরা ও তার তিন ভাইকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে বাগান কর্তৃপক্ষ। মামলার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে পুলিশ ভাড়াউড়া চা বাগানে আসামী ধরতে গেলে সাগর হাজরার পরিবারের লোকজন পুলিশের উপর চরাও হয়। এসময় ৫ পুলিশ সদস্য ও এক নারী চা শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার ভাড়াউড়া চা বাগানের ১৪নং সেকশন হয়ে মটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে বাগানের সহকারী ম্যানেজান মামমুদুল হাসান ও জহিরুল ইসলামের উপর হামলা চালানো হয়। এ সময় জহিরুল ইসলাম পালিয়ে গেলেও মাহমুদ হাসানকে জোর পূর্বক ধরে নিয়ে বাগানের নাট মন্দিরে নিয়ে গিয়ে প্রহার করা হয়। খবর পেয়ে বাগানের কর্মরত স্টাফরা আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ফিনলে টি কেম্পানির ভাড়াউরা চা বাগানের ডিজিএম জিএম শিবলী বলেন, ফুলছড়া খাল থেকে বালু উত্তোলনে বাধা দেয়ার কারণে এই হামলা চালানো হয়েছে। বালু উত্তোলনের সাথে প্রেম সাগর হাজরা জড়িত। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ও তার ভাইদের বিরুদ্ধে পূর্বেও আরেকটি মামলা করা হয়েছে।
ব্যবস্থাপককে প্রহারের দায় নিরিহ চা শ্রমিকের উপর চাপিয়ে দেয়া ও তাদের বাগান ম্যানেজারকে মারধরের প্রতিবাদে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে আজ বুধবার সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত তিন ঘণ্টা কর্ম বিরতি করেছে সাধারণ শ্রমিকরা। বুধবার বেলা ১২টার দিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ঘটনাস্থলে গিয়ে উপজেলা চেয়ারম্যানসহ বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে কাজে যোগ দেয়।
এদিকে ম্যানেজারকে প্রহারের ঘটনায় সোমবার রাতে ম্যানেজারের দায়ের করা অভিযোগ মামলা আকারে গ্রহণ করে মঙ্গলবার রাতে পুলিশ ভাড়াউড়া চা বাগানে আসামী ধরতে গেলে সাগর হাজরার পরিবারের লোকজন পুলিশের উপর চরাও হয়। এসময় একজন এসআই ও একজন এএসআইসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ও এক নারী চা শ্রমিক কিছুটা আহত হয়েছেন।
অপর দিকে সাংবাদিকদের পরিদর্শনকালে ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি উজ্জ্বল হাজরা জানান, তাদের ম্যানেজারকে প্রহার করায় ঘটনায় বাগানের কোন শ্রমিক জড়িত নয় এবং এটি কোন নারী ঘটিত ঘটনাও নয়। বাগানের কোন নারী শ্রমিক নির্যাতনের জন্য তার কাছে কেউ বিচার প্রার্থী হয়নি বা কারো কাছ থেকেও তিনি শুনেননি।