মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুকে ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ১১:১৯ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৮ নভেম্বর ফুলতলী ইসলামিক সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, মাওলানা কবি রূহুল আমীন খান।
ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সেন্টারের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদ, উপদেষ্টা আলহাজ এমাদ উদ্দিন, পরিচালক আলহাজ গোলাম কিবরিয়া।
মো. সাইফুদ্দীনের কোরআন তেলাওয়াত ও মো. হানিফ উদ্দিনের নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কবি রূহুল আমীন খান বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) দেশ বিদেশে দ্বীনী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তৈরি করে গেছেন অসংখ্য সোনার মানুষ। এরা তাঁর রেখে যাওয়া খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
কবি রূহুল আমীন খান বলেন, বাংলাদেশের রাজনীতিতে ফুলতলী ছাহেব কিবলাহর প্রতিষ্ঠিত সংগঠনগুলো ভিন্ন ধরনের অবদান রাখছে। আল্লাহ ও তাঁর রাসুলের প্রদর্শিত সমাজ বিপ্লবে ফুলতলী ছাহেব কিবলাহর অনুসারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি বিগত উপজেলা নির্বাচনী মৌলভীবাজার সদর উপজেলা থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু সম্পর্কে বলেন, ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শে বলিয়ান হাফিয আলাউর রহমান টিপুকে মৌলভীবাজারবাসী তাদের নেতা নির্বাচিত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার দ্বারা সমাজের মানুষের কল্যাণ সাধিত হবে।
সংবর্ধিত ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু বলেন, আমার নির্বাচনী এলাকার লোকজন আমাকে ফুলতলী ছাহেব কিবলাহর একজন খাদিম হিসাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মৌলভীবাজারবাসী, প্রবাসে অবস্থানকারী বাংলাদেশী ও আমার সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের খেদমত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।