ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ১১:১৮ পূর্বাহ্ণ
সিলেট অফিস ::
গুম হওয়া এম.ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মিছিল সমাবেশ করেছে এম. ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের। আজ ১৯ নভেম্বর বুধবার বিকেলে নগরীর সিটি পয়েন্ট থেকে সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি শুরু করে জিন্দাবাজার নেহার মার্কেটের সম্মুখে এসে এক সমাবেশে মিলিত হন।
আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় এবং ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল গফ্ফার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন লস্কর, এ্যাডভোকেট আজির উদ্দিন।
বক্তারা এম. ইলিয়াস আলী নিখোঁজের প্রায় ৩ বছর পেরিয়ে যাওয়ায় হতাশা আর উদ্বেগ প্রকাশ করেন। এবং অনতি বিলম্বে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
এ সময় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।