সোনা চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ বিমানের ডিজিএমসহ আটক ৫
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ৭:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ডিএমপির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে সংবাদকর্মীদের কাছে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় জানানো হয়, গতকাল মঙ্গলবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ বিমানের ডিজিএম এমদাদের নাম মুঠোফোনের খুদেবার্তায় উল্লেখ করা হয়েছে।