অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রীরা এখন চট্টগ্রামে
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৪, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে থেকে ছয়শো জনের মতো যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক জাহাজটিকে নৌবাহিনী গতকাল ১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে নিয়ে এসেছে। গত ১৭ নভেম্বর সোমবার গভীর সমুদ্রে টহলের সময় নৌবাহিনী জাহাজটিকে আটক করে।
অবৈধ অভিবাসনের জন্য পাড়ি দেয়া একসাথে এত মানুষকে এর আগে ধরা হয়নি। জাহাজটির ভেতর থেকে লোকজনকে নামিয়ে আনতে দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।
সবার আগে নামানো হয়েছে নারী ও শিশুদের, যাদের সংখ্যা ৫০ এর মতো। যাত্রীদের বেশিরভাগই টেকনাফ ও কক্সবাজার এলাকার। তবে দেশের অন্যান্য জায়গা থেকেও যাত্রীদের মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিলো।
নৌবাহিনঅ বলছে, যাত্রীদের ৯০ ভাগই বাংলাদেশি আর বাকি ১০ শতাংশ হচ্ছে বিদেশি।
তবে সংবাদদাতারা বলছেন, বিদেশি বলতে মূলত রোহিঙ্গাদেরকে বোঝানো হয়েছে যারা দীর্ঘ দিন ধরে বাংলাদেশে বসবাস করছেন।
এদের বেশিরভাগের পোশাক আশাক দেখে মনে হয়েছে যে তারা অত্যন্ত দরিদ্র।
উদ্ধার হওয়া একজন নারী যাত্রী জানিয়েছেন, তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। তার স্বামী আগে থেকেই মালয়েশিয়ায় বসবাস করছেন। আরেকজন নারী জানিয়েছেন যে চার সন্তান নিয়ে তিনিও মালয়েশিয়া যাচ্ছিলেন তবে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।
এদেরকে যখন জাহাজ থেকে নামিয়ে আনা হচ্ছিলো তখন তাদের অনেককেই ক্ষুধার্ত আর অসুস্থ বলে মনে হয়েছে। বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
দালালদের এখন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। যাত্রীদেরেকে রাখা হয়েছে পুলিশের হেফাজতে।
কর্তৃপক্ষ বলছে যে, তাদের নাম তালিকা তৈরি করার পর এদেরকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।