মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপুকে লন্ডনে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
লন্ডন সংবাদদাতা ::
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপুকে সংবর্ধনা প্রদান করেছে রেসিডেন্ট অব বিরাইমাবাদ লিভিং ইন ইউকে। গত ১৬ নভেম্বর রোববার বিকেলে লন্ডনের সুরমা কমিউনিটি সেন্টারে আলহাজ ফটিক মিয়ার সভাপতিত্বে ও মো. জয়নাল মিয়ার পরিচালনায় সভায় কুরআন তেলাওয়াত করেন মো. ছাদিকুর রহমান সেলিম।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফারুক আহমদ, ওয়েস্ট মিনিস্টার এর কাউন্সিলর রিতা বেগম, আব্দুল হান্নান তরফদার, আব্দুল বাছিত জসিম, আব্দুস শহিদ, শেফুল মিয়া, মাও. ইব্রাহিম হোসেন জামাল।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান ওয়াসির, আলহাজ ছালিক মিয়া, তরাজ মিয়া, শমছু মিয়া, মুহিবুর রহমান পাপলু, লুৎফুর রহমান মিজান, মুহিবুর রহমান শাজাহান, মনির মিয়া।
সভায় বক্তারা বলেন, আলহাজ হাফিয আলাউর রহমান টিপু একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। মৌলভীবাজারে প্রথমবারের মতো বিপুল পরিমাণ ভোট পেয়ে টিপুর বিজয়ী হওয়া ইতিহাস সৃষ্টি করেছে।
এসময় তারা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর কথা স্মরণ করে বলেন, তার প্রতিষ্ঠিত সংগঠন তালামীযে ইসলামিয়া ও আল ইসলাহর প্রার্থীরা যেখানেই গেছেন সেখানেই ইতিহাস সৃষ্টি করে চলেছেন। তারা যোগ্য ও ন্যায়পরায়ণ হওয়াতেই তাদের এই অবিশ্বাস্য বিজয় নিশ্চিত হয়েছে।
সংবর্ধিত ব্যক্তি ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু বলেন, আমার বিজয় মৌলভীবাজারবাসী নিশ্চিত করেছে। তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তারা ফুলতলী ছাহেব কিবলাহকে ভালবাসেন বলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তিনি মৌলভীবাজারবাসীর খেদমত করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, একজন খাদিম হিসাবে আমি সব সময় তাদের সুখে দুখে পাশে থাকবো।