হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৬:৩৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
আজ ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কান্দুরা গ্রামের মফিজ আলী ছেলে ইজিবাইক চালক কাপ্তান মিয়া (২৫) তার বাবার নাম মফিজ আলী ও ইজিবাইকের যাত্রী একই গ্রামের অনু মিয়ার ছেলে মহসিন মিয়া (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইজিবাইকটি মাধবপুর থেকে রতনপুর যাচ্ছিল। পথে ইজিবাইকটি রতনপুর এলাকায় আল-আমিন হোটেলের সামনে পৌঁছালে সাহেব আলী ট্রান্সপোর্ট এজেন্সির একটি পিকআপ ভ্যান (যশোর-ট-১১২২২৫) পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ও পিকআপটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।