সিলেটে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ আঞ্চলিক সম্মেলন শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৫:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে চারদিন ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর আঞ্চলিক সম্মেলন গতকাল ১৭ নভেম্বর সোমবার শুরু হয়েছে।
এদিন সকাল ১১টায় তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয় বলে বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিএসএফ-এর প্রতিনিধি দল তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দ্বিপক্ষীয় এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি কুমিল্লা আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুল হায়দার।
ভারতের পক্ষে ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মেঘালয়ের আইজি সুধেশ কুমার।
সম্মেলনে বেসামরিক নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ, অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক চোরাচালান রোধ, নাশকতা রোধসহ সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আঞ্চলিক পর্যায়ের এ সম্মেলন শেষ হবে।