মৌলভীবাজারে ট্রাকচাপায় টমটম চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৫:০৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কে ট্রাকের চাপায় নফিজ মিয়া (৩৮) নামে এক টমটমের চালক নিহত হয়েছেন।
আজ ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নফিজ মিয়া ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
স্থনীয় সূত্রে জানা যায়, নফিজ মিয়া সকালে টমটম নিয়ে শাহ মোস্তাফা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক টমটমটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে নফিজের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।