কমলগঞ্জে ট্রাক্টরের টায়ারসহ ৫ চোর আটক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৪, ৪:৩৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাক্টরের চোরাই দুটি টায়ারসহ পাঁচ চোরকে আটক করেছে গ্রামবাসী। পরে কমলগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দ করে। গত ১৬ নভেম্বর রবিবার গভীর রাত দেড়টায় আদমপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি কমলগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়ে যাওয়া গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছেন। পাহারা দেয়ার সময় আদমপুর ইউনিয়নের তিলকপুর গ্রামে ট্রান্সফরমার চোর ভেবে পাঁচ বহিরাগতকে গ্রামবাসীরা আটক করে। আটককালে তাদের কাছ থেকে ট্রাক্টরের দুটি টায়ার উদ্ধার করা হয়।
পরে কমলগঞ্জ থানায় ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল এসে গ্রামবাসীরা কাছ থেকে ধৃত পাঁচ চোরকে নিয়ে যায়।
আটক চোরেরা হচ্ছে- ঈমান আলী (২৫), রাসেল মিয়া (১৮), কামাল হোসেন (৩০), তুহিন মিয়া (১৮), তুষার মিয়া (১৬)। এদের সবার বাড়ি কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বদরুল আলম টায়ারসহ পাঁচ চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।