রূপগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৪, ৮:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ ১৭ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি সহিদুল আলম চৌধুরী ছয় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জাহাঙ্গীর, আক্কাস, রিপন, রনি, সোলায়মান ও ওয়াহিদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কেএম ফজলুর রহমান রায়ে ছয় জনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে ডাকাতদের কবলে পড়েন মনির হোসেন। এ সময় চিনে ফেলায় ডাকাতরা তাকে হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয়া হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।