রাবি শিক্ষক হত্যাকাণ্ডে আরো ৩০ সন্দেভাজন আটক, ক্লাস-পরীক্ষা বর্জন চলছে
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৪, ৮:২৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম হত্যার ঘটনায় আরো ৩০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সারা রাত অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, মির্জাপুর, কাটাখালি, চৌদ্দপাইসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ সোমবার সকালে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অধ্যাপক শফিউলের হত্যার ঘটনায় রোববার রাতভর চালিয়ে মির্জাপুরের রিমা ছাত্রাবাস থেকে ৫ শিক্ষার্থীসহ অন্তত ৩০ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
তিনি আরো জানান, এখন পর্যন্ত আটকের সংখ্যা অর্ধশতাধিক। আটককৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীও রয়েছেন।
এদিকে অধ্যাপক শফিউল হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দিনের মত ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে রাবি শিক্ষক সমিতি। বেঁধে দেয়া সময়ের মধ্যে দাবি হত্যাকারীদের খুঁজে বের না করতে পারলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে।
শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম মজুমদার জানান, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে প্রশাসনকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে খুনিদের চিহ্নিত না করলে শিক্ষক সমিতি আরও কঠোর কর্মসূচি দেবে।’
সোমবার সকালে অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে শিক্ষক সমিতি এবং সিনেট ভবনের সামনে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার দুপুরে ক্যাম্পাস লাগোয়া আবাসিক এলাকায় নিজের বাসভবনে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফিউল ইসলাম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।