সিলেটে হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০১৪, ৬:৫৯ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সিলেটে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। তাদের ডাকা এই হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি।
আজ ১৭ নভেম্বর সোমবার সকালে হরতালের শুরুতেই নগরীর দুয়েকটি স্থানে ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। এছাড়া হাউজিং এস্টেট ও বন্দর বাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। তবে আইন শৃঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
হরতালে বিভিন্ন সড়কে রিকসাসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোন যান সিলেট টার্মিনাল ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে বিপনী বিতানগুলো। বেলা বাড়ার সাথে সাথে নগরীতে ছোট যান চলাচলও বাড়ছে।
এদিকে সকাল ৯টার দিকে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে হরতাল সমর্থকরা। মিছিলটি নগরী জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সেখানে সমাবেশ শেষে পুনরায় ছাত্রদলের ব্যানারে মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে অবস্থান নেয় হরতাল সমর্থকরা। পুলিশ আসার আগেই তারা দ্রুত সটকে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হরতালে সবধরনের নাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি নগরীতে নিয়মিত টইলে রয়েছে র্যাব। এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এ পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন।
তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি উপজেলায় পুলিশের টইল জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের বহনকারী সব ধরনের যানবাহন হরতালের আওতামুক্ত রয়েছে। আজ সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জেএসসির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।