“প্রতিহিংসার রাজনীতির শুরু করেছিল বিএনপি” — এরশাদ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ১:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল। প্রতিহিংসার রাজনীতির কারণে আমাকে জেলে যেতে হয়েছিল এবং ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিতে চেয়েছিল। আমার ছেলের জীবন নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার পরিজনের স্বাভাবিক জীবনযাত্রা। তবু ভেঙে পড়িনি, জেলে থেকে ৩৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছিল। আমার শাসনামলের পরে বাংলা ভাইয়ের মত জঙ্গির সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়। গত ৮ মাসে ১৮০ জন শিশু ও ৩শ’ জনের বেশি লোক গুম হয়েছে। হত্যা গুমের রাজনীতি জাতীয় পার্টি করে না।
চলমান দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ এনে আমার সময়ে হরতাল দিয়ে দেশকে অচল করা হয়েছিল। তখন তো দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়নি। পরবর্তীতে ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। দেশের শাসন ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হতে আল্লাহর কাছে দোয়া ও জনগণের সাহায্য চান।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহরের শহীদ প্রাঙ্গণে আজ ১৬ নভেম্বর রোববার বিকেলে এই সব কথা বলেন সাবেক প্রেসিডেন্ট এরশাদ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মাহবুল আলম শামীমের পরিচলানায় সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মিদা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, সুনামগঞ্জের জেলা সভাপতি পীর ফজলুর রহমান এমপি, হবিগঞ্জের জেলা সভাপতি আব্দুল মুনীম চৌধুরী বাবু এমপি, সিলেট জেলা সভাপতি ইয়াহইয়া চৌধুরী এমপি, নুরুল ইসলাম নূরু প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আরো বলেন, দেশের ৯০ ভাগ মুসলমান। তাই ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করেছিলাম। সিলেটকে বিভাগ ঘোষণা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলাম।
এরশাদ আরো বলেন স্থানীয় সরকারের কার্যক্রম জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে উপজেলা পরিষদের কার্যক্রম শুরু কার হয়েছিল। প্রতিহিংসার কারণে তা বাতিল করে দিয়ে সহজে সেবা প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছে।