রাজনগরে যাত্রাগানের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ১১:৪৩ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
এলাকাবাসীর প্রতিবাদ ও স্মারকলিপি দেয়ার পরও মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুরে যাত্রাগানের আয়োজন অব্যাহত রাখায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ ১৬ নভেম্বর রোববার সন্ধ্যায় উপজেলার আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে এ সামবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ফতেহপুরের আব্দুল্লাহপুর বাজারে আওয়ামীলীগ নেতা শেখ বশির মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, বখতিয়ার আহমদ, আপ্তাব মিয়া, মুক্তিযোদ্ধা রফিক মিয়া, সৈয়দ ফিরোজ আলী, মাওলানা আব্দুর রব, আশরাফ উদ্দীন নোমান, ফখরুদ্দিন ফখরু, মোহাম্মদ গৌছুজ্জামান, ওয়েছ আহমদ প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ফহেপুর ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ যাত্রাগান ও জুয়ার আসর বসানোর প্রতিবাদে এর আগেও বিক্ষোভ সমাবেশ করে। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেয়। কিন্তু প্রশাসন এসব বিষয় কর্ণপাত না করে উল্টো যাত্রাগান ও জুয়ার আসর বসানোর অনুমতি দেয়ার পায়তারা করছে। এলাকাবাসীর প্রতিবাদ, স্মারকলিপি দেয়ার পরও যদি প্রশাসন অনুমতি প্রদান করে তাহলে এর দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে।
সভায় প্রশাসনের সঙ্গে আবারো আলোচনা, মানববন্ধনসহ বেশ কর্মসূচি হাতে নিয়েছে এলাকাবাসী।