চট্টগ্রাম টেস্টে ১৮৬ রানে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাওয়াশ সম্পন্ন করল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ৮:৩৯ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১৮৬ রানে জিতেছে বাংলাদেশ।
এই জয়ে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে কোনো সিরিজ জিতল স্বাগতিকরা।
রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৭১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।
দিনের শুরুতেই হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করে দ্বিতীয় উইকেটের প্রতিরোধ ভাঙেন শুভাগত হোম চৌধুরী।
রুবেল পানিয়াঙ্গারাকে বিদায় করার পর শিঙ্গি মাসাকাদজা ও মুশাংওয়েকে বিদায় করে ২৬২ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন শফিউল। অপরাজিত থেকে যান চাকাভবা।
বাংলাদেশের চার বোলার দুটি করে উইকেট নেন।
এর আগে সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ৫০৩ ও ৩১৯/৫ ডি.
জিম্বাবুয়ে ৩৭৪ ও ২৬২।