বাংলাদেশে প্রায় ১০ হাজার অবৈধ বিদেশির অবস্থান
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ৭:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তালিকা তৈরি করে এই অভিযান চলছে বলে জানা গেছে। তালিকায় প্রায় ১০ হাজার বিদেশির নাম রয়েছে, যাঁরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন।
গত ১৪ নভেম্বর শুক্রবারের অভিযানে আটক ৩১ বিদেশির মধ্যে নাইজেরিয়ার ১২ জন, উগান্ডার পাঁচজন, ক্যামেরুনের চারজন, গাম্বিয়ার তিনজন, আইভোরি কোস্টের দুজন, কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের একজন করে নাগরিক রয়েছেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা রামপুরা, গুলশান ও উত্তরার ১৪৭টি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন তাঁরা একযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন। তাঁদের মধ্যে মাত্র দু’জনের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট পাওয়া গেছে। বাকিদের কোনো কাগজপত্রই পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে অবৈধ বসবাসের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট’এ মামলা করা হয়েছে।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আহাদ জানান, বাংলাদেশে কিছু বিদেশি বিভিন্ন ধরনের প্রতারণা, মাদক ব্যবসা ইত্যাদির সঙ্গে জড়িত বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এর আগে বিভিন্ন সময় প্রতারণা, মাদক ব্যবসা, জাল মুদ্রা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। গত এক বছরে জঙ্গি, মাদক, জাল মুদ্রা তৈরি ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ১০০ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, গত ৫ অক্টোবর উত্তরায় জুবায়ের আহমেদ নামের এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে আলজেরীয় নাগরিক আবু ওবায়েদ কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, তিনি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছেন। কিন্তু তাঁর কোনো বৈধ কাগজ, এমনকি পাসপোর্টও নেই। এরপরই মহানগর গোয়েন্দা বিভাগ বিদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে। তিনি জানান শুক্রবারের অভিযানে ৩৭৫ জনের মতো বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ৩১ জনকে আটক করা হয়, যাঁদের এদেশে থাকার বৈধতা নেই।
এদিকে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন।
তিনি জানান, বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের মধ্যে প্রায় তিন হাজার ভারতীয়, এক হাজার পাকিস্তানি, পাঁচশ’ চীনা, ছয়শ’ নাইজেরিয়ান ও দুই শতাধিক থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। বাকি প্রায় পাঁচ হাজার বিদেশি আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
বৈধ ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ লাখ নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন। এদের মধ্যে অন্তত ১০ হাজারেরই ভিসার মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। এদের কেউ কেউ ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসা নিয়ে এদেশে এসে প্রতারণাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এই অভিযোগ সবচেয়ে বেশি আফ্রিকান নাগরিকদের বিরুদ্ধে।
ওই কর্মকর্তা জানান, অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী যে-কোনো বিদেশি নাগরিক আটক হলে মাত্র ছয় হাজার টাকা জরিমানা দিয়ে দেশে গিয়ে আবারও এ দেশে আসার সুযোগ পান। এসব কারণে তাঁদের আটক করে কোনো সুফল পাওয়া যায় না। তিনি জানান, এর আগে বিচ্ছিন্নভাবে অবৈধ বিদেশি নাগরিকদের আটক করা হলেও এবারই প্রথম সর্বাত্মক অভিযানে নামা হয়েছে।