শাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ১৭ নভেম্বর ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ৫:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল ১৫ নভেম্বর শনিবার শাবি ক্যাম্পাসসহ মোট ২৮টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা চলাকালে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুলহক ভূইয়া’র নেতৃত্বে একটি টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। পরিদর্শন টিমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.আনোয়ারুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, ভর্তি কমিটির সদস্য সচিব, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ভর্তি কমিটির সূত্র অনুযায়ী, এ বছর দু’টি ইউনিটের ১৪০০ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ২২৪ জন শিক্ষার্থীর ভর্তির জন্য আবেদনপত্র জমা হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০আসনের বিপরীতে ২০হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৮০০ আসনের বিপরীতে২৭ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী আবেদন করেন। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে উপস্থিতির সংখ্যাছিল শতকরা ৮৪.৩৯ভাগ এবং ‘বি’ ইউনিটে ৭০ ভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিকে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন, মোহাম্মদ শিহাব রেহান (রোল নং-১১১৮৩২১) এবং মাহফুজ রিজুয়ান তূর্য (রোল নং-১১১৮৩১৮)। ওই কেন্দ্রের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নারায়ণ সাহা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কেন্দ্রের বালক শাখার ২০৩ নং রুমে পরীক্ষা দেওয়ার সময় শিহাব রেহান তার ওএমআর ফরমে মাহফুজ রিজুয়ান তূর্য’র রোল নং লিখে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় হলের দায়িত্বে থাকা শিক্ষক তাদের আটক করে শাহপরান থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আগামী ১৭ নভেম্বর সোমবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. ফারুকউদ্দিন জানিয়েছেন। তিনি জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission–এ প্রবেশ করে ফলাফল জানা যাবে। এছাড়া, যে কোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>RESULT Admission-Roll লিখে 16242 নাম্বারে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।