কুলাউড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৪, ৫:১৩ পূর্বাহ্ণ
কুলাউড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ শিক্ষক নিহত, আহত ৩
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী মো. শফিকুর রহমান (৩৩) নামের এক স্কুল শিক্ষক নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল ১৫ নভেম্বর শনিবার রাতে কুলাউড়া- মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের সুলতানপুর এলাকার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সমেরেন্দ্র শর্মা নামের এক স্কুল করণিক ছাড়া অন্যদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা স্থানীয় মুসলিম এইড ও কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । নিহত শিক্ষক শফিকুর রহমান কুলাউড়ার ব্রাক্ষণ বাজার ইউনিয়নের ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের হিংগাজিয়া গাজিপুরের ঠাটুরাতে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে কুলাউড়া থেকে অটোরিকশা করে ব্রাক্ষণ বাজার আসার পথে সুলতানপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান ও অন্য তিন যাত্রী আহত হন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অমল কুমার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।