রাজনগরে যাত্রাগান আয়োজনে বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৪, ১২:০০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরের ফতেপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে যাত্রাগান ও জুয়ার আসর বসানো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ইউনিয়নের ১৫টিরও বেশি গ্রামের মানুষ প্রায় এক হাজার স্বাক্ষর সম্বলিত স্মরকলিপি জেলা প্রশাসকের কাছে প্রেরণসহ বিক্ষোভ মিছিল ও মোকাম বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে।
যাত্রাগান আয়োজনের প্রতিবাদ জানিয়েছে আওয়ামীলীগ, বিএনপি, আল ইসলাহ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন, তালামীযে ইসলামিয়াসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, ফতেপুর ইউনিনের ইসলামপুর গ্রামে কতিপয় অসামাজিক, দুষ্কৃতকারী ব্যক্তিরা প্রশাসনের অনুমতি না নিয়ে অশ্লীল যাত্রা, জুয়ার আয়োজনের পায়তারা করছে। যার দরুণ সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং এলাকায় চুরি, ডাকাতি বৃদ্ধি পাবে। জে.এস.সি পরিক্ষার্থীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হবে বলে তারা বিবৃতিতে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামপুরে আয়োজিত অশ্লীল যাত্রাগান ও জুয়ার আসর অতিসত্তর যদি বন্ধ করা না হয় তবে রাজনগর উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।