সুনামগঞ্জের শাল্লায় পুলিশি অভিযানে ৬ হাজার লিটার দেশি মদ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৪, ৮:৪০ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের চিকাডুব ও বল্লবপুর গ্রামে অভিযান চালিয়ে ছয় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আজ ১৫ নভেম্বর শনিবার সকাল ৮টায় দিরাই ও শাল্লা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান শুরু করেছে।
এখনো পর্যন্ত (দুপুর ১টা) অভিযান চলছিল। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম ফয়সল।
তবে এখনো কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। এএসপি ফয়সল জানান, স্থানীয় মাদক ব্যবসায়ীরা শাল্লা উপজেলার দুর্গম চিকাডুবি ও বল্লবপুর গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নিচে বাংকার (গর্ত) তৈরি করে ড্রামে চোলাই মদ রেখে দিয়েছে। খবর পেয়ে সকাল থেকে দুপুর সোয়া১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয় থেকে সাত হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষ হতে আরো অন্তত দুই ঘণ্টা সময় লাগবে।
অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে বলে তিনি জানান।