সিলেটে শিবিরের মিছিলে পুলিশের গুলি, লেগুনাচালক গুলিবিদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৪, ৭:৪৫ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে ছাত্রশিবিরের সহিংস ঝটিকা মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ সময় ‘অসাবধানতাবশত’ গুলিবিদ্ধ হয়েছেন রুবেল (২০) নামে এক লেগুনাচালক।
আজ ১৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১২টার দিকে নগরীর দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, গুরুতর আহত রুবেলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে কারা অন্তরীণ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে দরগা গেট এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং শিবিরের নেতাকর্মীরা চন্দনতুলার গলির দিয়ে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়ার সময় এক শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর চন্দনতুলা গলির মোড়ে অবস্থান নেয় পুলিশ। ঘটনাস্থলে তখন উৎসুক জনতার ভীড়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলা ১২টার দিকে অবস্থান নেয়া পুলিশের শটগান থেকে ‘অসাবধানতাবশত’ বেরিয়ে আসা একটি গুলি জনতার ভীড়ে দাঁড়ানো রুবেলের পিঠে বিদ্ধ হয়ে বুক ফুঁড়ে বেরিয়ে যায়।
রুবেল পুলিশের রিকুজিশন নেয়া একটি লেগুনার চালক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে রুবেল পুলিশের গুলিতেই আহত হয়েছে কীনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ। তিনি জানান, ‘মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়। পালিয়ে যাওয়া শিবিরের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের গুলিতে আহত হয়েছে।’
এদিকে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলির শব্দে দরগা গেট এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে অবস্থিত দরগা গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময় ক্লাস চলছিল। কিন্তু বিশৃঙ্খলায় আতঙ্কিত অভিভাবকরা ছুটির আগেই নিজেদের সন্তানদের স্কুল থেকে বাড়ি নিয়ে যান।