কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের দেড়যুগ পূর্তি উৎসব উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৪, ৬:৪৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠার ১৮ বছর (দেড়যুগ-পূর্তি) পূর্তি উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
গতকাল ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান মণিপুরী থিয়েটার প্রতিষ্ঠার দেড়যুগ পূর্তিতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা নটমণ্ডপে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মণিপুরী ঐতিহ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরী থিয়েটারের সভাপতি কবি ও নাট্যকার শুভাশিষ সিনহা। সুশীল কুমার সিংহের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সহধর্মিনী ড. শাহীন আক্তার, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ৪৬ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জোবায়ের ও জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।