বড়লেখায় চা বাগানের দুই কর্মচারীকে কুপিয়ে বেতনের টাকা ছিনতাই
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৪, ৬:৩০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেরামত নগর চা বাগানের দুই কর্মচারীকে মাথায় রিভলবার ধরে ও কিরিছ দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা স্টাফ বেতন ও লেভার পেমেন্টের টাকা লুট করে নিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় দুই বাগান কর্মচারীদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাগান ব্যাবস্থাপক থানায় মামলা দায়ের করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কেরামত নগর চা বাগানের স্টাফ বেতন ও লেভার পেমেন্টের (তলব) জন্য গত বৃহস্পতিবার কৃষি ব্যাংক বড়লেখা শাখা হতে তিন লাখ টাকা উত্তোলন করা হয়। বাগানের মূল অফিসে দেড় লাখ টাকা পেমেন্ট শেষে ফাঁড়ি বাগান লক্ষ্মীছড়ার শ্রমিকদের পেমেন্ট দিতে মোটরসাইকেল যোগে দুই কর্মচারী সিরাজ বাবু ও দিজুমনি রওয়ানা হন। কিছু দূর যাওয়ার পর অস্ত্রধারী দুই ছিনতাইকারী টাকা বহনকারী কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের মাথায় রিভলবার ধরে ও কিরিছ দিয়ে কুপিয়ে তাদের আহত করে সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টাকা ছিনতাইর ঘটনায় বাগান ব্যবস্থাপক মারুফ আহমদ থানায় মামলা দায়ের করেছেন।