‘রেদওয়ান ড্রিংকিং ওয়াটার’ এর উদ্বোধন করলেন জেলা প্রসাশক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৪, ১০:৫৩ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
সাপ্তাহিক পূর্বদিকের অন্যতম প্রতিষ্ঠান ‘রেদওয়ান ড্রিংকিং ওয়াটার’ এর উদ্বোধন করলেন মৌলভীবাজারের জেলা প্রসাশক কামরুল হাসান। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুরে পানি শোধনাগারের প্রবেশদ্বারের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি।
সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদের পরিচালনায় উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রসাশক কামরুল হাসান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূর্বদিকে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ফখরুল ইসলাম, সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বদিকের সহযোগি সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, ডেইলি অভজারভারের জেলা প্রতিনিধি অশোক কুমার দাশ, রেদওযান ড্রিংকিং ওয়াটারের পরিচালক মুছলেহ উদ্দিন সাইফুল্লাহ প্রমুখ।