সিলেটে ৪০ জন ক্ষুদে ফুটবলার নিয়ে যাত্রা শুরু হলো বাফুফে’র ফুটবল একাডেমির
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৪, ৮:৫১ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি একাডেমির উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় নগরীর উপকণ্ঠ সদর উপজেলার খাদিমনগর বাইপাস সংলগ্ন এলাকায় এ ফুটবল একাডেমির উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, যুবও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ফিফার রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার সাজি প্রভাকরণ ও টেকনিক্যাল অফিসিয়াল কর্মকর্তা বাইতিলিঙ্গাম সুব্রামানিয়াম, কাজি নাবিল আহমদ এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, এসএমপির ভারপ্রাপ্ত কমিশনার এসএম রুকন উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদপ্রমুখ।
উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে ফুটবল একাডেমি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
ফুটবল একাডেমি সূত্রে জানা যায়, ৪০ জন ক্ষুদে ফুটবলার নিয়ে যাত্রা শুরু করেছে সিলেট ফুটবল একাডেমি। অনূর্ধ্ব-১৩বছর বয়সী২০ জন,অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ২০জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।