সুনামগঞ্জে শতাধিক শিক্ষার্থী নিয়ে তীরে এসে ট্রলারডুবি, আহত ৫
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ১২:১৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে সুরমা নদীতে শতাধিক শিক্ষার্থী নিয়ে একটি ট্রলার ডুবে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। তবে ট্রলারটি তীরের কাছাকাছি এসে ডোবায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ ১২ নভেম্বর বুধবার সকাল সোয়া নয়টায় শহরতলির হালুয়ারঘাট থেকে বালুরমাঠ ঘাটে আসার পথে নবীনগর এলাকায় তীরে ভেড়ানোর সময় ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী রোখসানা আক্তার জানান, ‘ট্রলারটি হালুয়ারঘাট থেকে ছাড়ার সময়ই অতিরিক্ত যাত্রী না নিতে বলা হয়েছিল। কিন্তু ট্রলারের লোকজন এ কথা শোনেনি। এক পর্যায়ে অতিরিক্ত যাত্রী থাকার কারণে ওই সময় কয়েকজন শিক্ষার্থী নেমে যেতে চাইলেও দ্রুত ট্রলার ভাসিয়ে দেওয়া হয়।’
বালুরমাঠ ঘাটে আসার পথে নবীনগর এলাকায় আসার পরপরই ট্রলারটিতে পানি ওঠতে থাকে। এ সময় ট্রলারটি দ্রুত তীরে ভেড়ানোর চেষ্টা করা হয়। কিন্ত পানি ওঠার কারণে এবং অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি তীরে ভেড়ানোর আগেই ডুবে যায়। তবে ট্রলারে থাকা কয়েকজন শিক্ষার্থীরা সাঁতারে তীরে উঠতে সক্ষম হয়।
ট্রলারে থাকা স্থানীয় নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইসমাইল হোসেন বলেন, ‘ডুবে যাওয়া ট্রলারটি এতো জরাজীর্ণ ছিল যে ট্রলারটি তীরে ভেড়ানোর সময় টুকরো টুকরো হয়ে যায়।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। তবে তাদের চিকিৎসা শেষে নিজ কেন্দ্রে পৌঁছানো হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছি তারা ।