হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ১২:১২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জ সীমান্ত শেষে সোহেল মিয়া নামে এক তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সোহেল উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামের কামরুল মিয়ার ছেলে।
আজ ১২ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে জেলার মাধবপুর উপজেলার ধমঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তের ১৯৯৩ সীমানা পিলারের কাছ থেকে তাকে ধরে নেয় বিএসএফ।
৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার ওয়ারেছ হোসেন জানান, আজ বুধবার সকালে সোহেল মিয়া সীমান্ত এলাকায় জমিতে চাষাবাদ করতে গেলে টহলরত ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সোহেলকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে ধর্মঘর কোম্পানির বিজিবি সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশি নাগরিক সোহেলকে ফেরত দিতে ভারতের মোহনপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের কাছে বার্তা পাঠায়। এরপর থেকে কয়েকবার পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’
বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর তারিক মাহমুদ জানান, বাংলাদেশি যুবককে ফেরত দিতে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।