সিলেট ওসমানী বিমান বন্দরে ভারতীয় রুপিসহ পাকিস্তানি আটক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৭:৪০ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ ভারতীয় রুপিসহ বাংলাদেশি বংশোদ্ভূত এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ। আটক ইমরান আহমদ (২৫) মুন্সিগঞ্জ জেলার গোলাম রসুলের ছেলে। তার পাসপোর্ট নম্বর (ডিএস-১২২২৭৭১)।
সিলেট বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক বশির আহমদ পূর্বদিককে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুবাই থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি-০২৮) আজ ১২ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৬টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এরপর বশির আহমদ নামে পাকিস্তানি ওই নাগরিকের লাগেজ স্ক্যানিংয়ে পাঠানো হলে, কার্টনে রাখা ডিনার সেটের ভেতরে রুপি গুলোধরা পড়ে।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানায় মামলাদায়ের করা হবে বলেও জানান পুলিশ পরিদর্শক বশির আহমদ।