ফৌজদারহাটে ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৭:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রাম বন্দরের কনটেইনারবাহী একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
আজ ১২ নভেম্বর বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট রেল স্টেশনের ৫০০ গজ দূরে কনটেইনারবাহী ট্রেনটির ৩টি বগি লাইনচ্যুত হয়।
ফৌজদারহাটের স্টেশন মাস্টার শাহ আলম জানান, ‘ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে ট্রেনটি ফৌজদারহাট স্টেশন থেকে আনুমানিক ৫০০ গজ দূরে বন্দরের সঙ্গে সংযোগ লাইনের কাছে লাইনচ্যুত হয়।’
দুর্ঘটনার কারণে রেল লাইন বন্ধ থাকায় চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের কুমিরায় ও কর্ণফুলী এক্সপ্রেস পাহাড়তলীতে আটকা পড়েছে বলেও জানান তিনি।
দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে একটি উদ্ধারকারী ট্রেন।