জিল্লুর রহমান সিদ্দিকীর জীবনাবসান
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৬:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই। ৮৬ বছর বয়সে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় ঢাকার বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান সিদ্দিকী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
১৯২৮ সালে ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহের দুর্গাপুর গ্রামে পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিক্কী। ঝিনইদহ তখন বৃহত্তর যশোর জেলার অন্তর্ভূক্ত ছিল। তার বাবা ফজলুর রহমান ছিলেন স্কুল শিক্ষক। ফলে বাবার কর্মসূত্রে বিভিন্ন স্কুলে পড়াশুনা করতে হয়েছে তাকে।
১৯৪৫ সালে যশোর জিলা স্কুল থেকে স্টার মার্কসসহ ম্যাট্রিকুলেশন পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন জিল্লুর রহমান সিদ্দিকী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৫২ সালে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন তিনি। জিল্লুর রহমানের শিক্ষকতা জীবন শুরু করেন ঢাকা কলেজে। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এ শিক্ষাবিদ।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত পর পর দুই মেয়াদে উপাচার্য ছিলেন জিল্লুর রহমান। তিনি ১৯৯০-৯১ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
বাংলা ইংরেজি মিলিয়ে ৪০টি বই প্রকাশিত হয়েছে তাঁর। ইংরেজি সাহিত্যের উল্লেখযোগ্য অনেক বই অনুবাদের পাশাপাশি প্রবন্ধ ও ভ্রমণকাহিনি রচনা করছেন তিনি ।
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এছাড়া বিভন্ন সময় তিনি আলাওল সাহিত্য পুরস্কার, কাজী মাহবুবুল্লাহ বেগম জেবুন্নিসা ট্রাস্ট অ্যাওয়ার্ড, অলক্ত সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন।